বুধবার ০৫ ফেব্রুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

কলকাতা | Nabanna Abhiyan: ফাঁদ পাতা হচ্ছে, সাধারণের ভিড়ে মিশে গিয়ে ব্যাপক অশান্তির ছক দুষ্কৃতিদের, নবান্ন অভিযান নিয়ে সতর্ক করল পুলিশ

Riya Patra | ২৬ আগস্ট ২০২৪ ১৪ : ২৫Riya Patra


আজকাল ওয়েবডেস্ক: ২৭ আগস্ট নবান্ন অভিযান, উদ্যোক্তা হিসেবে নাম বলা হচ্ছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের। ইতিমধ্যে বাম সংগঠনগুলি জানিয়েছে, এই আন্দোলনের সঙ্গে তাদের কোনও যোগ নেই। তৃণমূলের পক্ষও থেকে ইতিমধ্যে জানানো হয়েছে, আগামিকালের ওই আন্দোলনকে কেন্দ্র করে ব্যাপক অশান্তির চেষ্টা করছে একদল। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই প্রসঙ্গে একগুচ্ছ বার্তা দিলেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। স্পষ্ট ভাষায় জানালেন, আগামিকালের এই মিছিল আদতে সাধারণের জন্য ফাঁদ। তার পিছনে পরিকল্পনা ব্যাপক অশান্তির। 

 মিছিলের ঠিক আগের দিন নবান্ন অভিযান নিয়ে সাধারণ মানুষকে সতর্ক করল পুলিশ। সাংবাদিক সম্মেলনে এডিজি দক্ষিণবঙ্গ বলেন, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের পক্ষ থেকে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল, কিন্তু এই নামে কোনও সংগঠনের অস্তিত্ব পাওয়া যায়নি। ওই সংগঠনের সমাজমাধ্যম থেকে বেশকিছু তথ্য তুলে ধরেন তিনি সংবাদমাধ্যমের সামনেই। একই সঙ্গে তিনি বলেন, ‘বলা হচ্ছে ছাত্র সমাজের পক্ষ থেকে এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। কবে সেটা? ২৭ আগস্ট, যেখানে হাজার হাজার ছাত্র-ছাত্রী দীর্ঘ প্রস্তুতির পর সর্বভারতীয় পরীক্ষায় বসতে চলেছে। ইউজিসি নেট পরীক্ষা আগামিকাল।‘ তিনি বলেন, সুদূর বা সাম্প্রতিক ইতিহাসে এই ধরনের কোনও উদাহরণ আমরা পাইনি, যেখানে বহু সংখ্যক ছাত্র-ছাত্রীর পরীক্ষার দিন কোনও ছাত্র-সমাজ আন্দলনের ডাক দিয়েছে। ছাত্র-স্বার্থ বিরোধী এই পদক্ষেপ কেন? প্রশ্ন তুলেছেন তা নিয়েও।

এডিজি দক্ষিণবঙ্গ জানান, বিশ্বস্তসূত্রে খবর পাওয়া গিয়েছে, এই আন্দোলনের মূল সংগঠক, গতকাল শহরের এক পাঁচতারা হোতেলে এক রাজনৈতিক নেতার সঙ্গে দেখা করেন। ওই সাক্ষাতের সামগ্রিক তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং আদালতে পেশ করা হবে বলেও জানান তিনি। বলেন, ‘আমরা সূত্রে খবর পেয়েছি, আগামিকালের নবান্ন অভিযানে, সাধারণ মানুষের ভিড়ে মিশে গিয়ে কিছু দুষ্কৃতি ব্যাপক গণ্ডগোল, অশান্তি, হিংসা, বিশৃঙ্খলা ছড়াতে পারে। আমরা এটাও জেনেছি ভিড়ের সামনে মূলত মহিলা-ছাত্রছাত্রীদের রেখে পিছন থেকে এমন কিছু গোলমাল পাকানো হবে, এমন কিছু প্ররোচনা দেওয়ার চেষ্টা হবে, যাতে পরিস্থিতি নিমেষে বিশৃঙ্খল-হিংসাত্মক হয়ে ওঠে, এবং পুলিশ বাধ্য হয় বল প্রয়োগ করতে। সাধারণ মানুষের শান্তিপূর্ন আন্দোলনের আবেগকে কাজে লাগিয়ে, একদল দুষ্কৃতি এই অশান্তি-হিংসা-বিশৃঙ্খলা ছড়ানোর চক্রান্ত চলছে।‘ নেপথ্যে যাঁরা রয়েছেন, তাঁরা ঘটনাস্থলে না থাকতে পারেন বলেও মত এডিজি দক্ষিণবঙ্গের। সমাজমাধ্যমের একাধিক ভাইরাল ভিডিও প্রসঙ্গেও মুখ খোলেন তিনি। বলেন, পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। দুষ্কৃতিদের ফাঁদে পা না দেওয়ার বার্তা দেন তিনি।  

 

সাফ জানান, ‘সাধারন মানুষের নিরাপত্তার থেকে বড় অগ্রাধিকার রাজ্যসরকারের কিছু নেই।‘ পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ এবং সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে যে সমাবেশের ডাক দেওয়া হয়েছে, দুটিই সম্পূর্ণ অবৈধ এবং বেআইনি, কারণ ব্যাখ্যা করে সাফ জানাল পুলিশ। এডিজি দক্ষিণবঙ্গ জানান, দুই সংগঠনকেই সমাবেশ সম্পর্কিত বিশদ তথ্য জানাতে বলেছিল, উদ্যোক্তারা সেসব তথ্য জানায়নি, আনুষ্ঠানিকভাবে অনুমত চাওয়া হয়নি বলেও জানান। তাঁর মতে এটা বেআইনি। একই সঙ্গে নবান্ন এবং তার সংলগ্ন এলাকা যে একসঙ্গে ৫ জন বা তার বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ, তাও সাফ জানান তিনি। সঙ্গেই জানান, রাজ্যের প্রতিটি প্রান্তে মিছিল শান্তিপূর্ণ হওয়ার সমগ্র ব্যবস্থা পুলিশ প্রতিনিয়ত করছে বলেও জানান তিনি।


#Nabanna#Nabanna Abhiyan#Kolkata Police#Police#BJP-TMC#CPM



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

শ্যামবাজারে দুর্ঘটনা, আহত এক

কলকাতায় ফের রহস্যমৃত্যু, ফ্ল্যাট থেকে উদ্ধার মহিলার দেহ...

হাজার-হাজার কোটি বিনিয়োগ! মুখ্যমন্ত্রীর প্রশংসা করে বিরাট ঘোষণায় চমকে দিলেন মুকেশ আম্বানি...

 মমতার উপস্থিতিতে সূচনা বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের, মঞ্চে মুকেশ আম্বানি, হেমন্ত সোরেন, সৌরভ গাঙ্গুলী-সহ বিশিষ্টজনেরা...

মাঝরাস্তায় দাঁড়িয়ে গেল পর পর ট্রেন, দমদম-শিয়ালদা লাইনে আচমকা কী হল? জানা গেল কারণ ...

পার্ক সার্কাসের কাছে হাসপাতালের অপারেশন থিয়েটারে বিস্ফোরণ, এলাকায় তুমুল উত্তেজনা...

কৃষক স্বার্থ এবং শিল্পায়ন দু’‌টির মধ্যে ভারসাম্য রক্ষা করেই এগোচ্ছেন মমতা, বুধবার থেকে শুরু বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন...

বেপরোয়া গতির বাস পিষে দিল বাইক আরোহীকে, চিনার পার্কে ভয়াবহ দুর্ঘটনা...

বিদ্যাসাগর সেতুতে ব্রেক ফেল বাসের, পরপর গাড়িতে ধাক্কা, আহত অনেক...

সরস্বতী পুজোয় 'ভাষা বিপ্লব', সংস্কৃতর পরিবর্তে বাংলা মন্ত্রে পুজো হল বাগদেবীর ...

কলকাতা পুলিশের তৎপরতায় ফের বড় ডাকাতির পরিকল্পনা বানচাল...

মায়ের ফোনে ধরেননি, বন্ধ ঘর থেকে আরজি করের পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার...

নিকাশি নালা পরিষ্কার করতে নেমে বিপত্তি, কলকাতায় মৃত্যু তিন শ্রমিকের ...

ঘন কুয়াশায় ফের ভোগান্তি, কলকাতা বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত, দেরিতে ওঠানামা করছে একাধিক বিমান ...

গাড়িতে বসে চোখ লেগে এসেছিল, হঠাৎ বিপুল ঝাঁকুনি, কলকাতার রাস্তায় ভয়াবহ পথ দুর্ঘটনার শিকার তরুণী...

অনলাইন গেমিং অ্যাপের প্রতরণা চক্রের হদিস, ১০ জনকে গ্রেপ্তার করল নিউটাউন থানার পুলিশ...

সরস্বতী পুজোর আনন্দ মাটি করবে বৃষ্টি?‌ হাওয়া অফিস দিল বড় আপডেট...

সাতসকালে ধর্মতলায় খাবারের দোকানে লাগল আগুন, দমকলের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে...



সোশ্যাল মিডিয়া



08 24